প্রশ্ন : পূর্বের কিছু পাপের জন্য তওবা করেছি। এখন সেসব মনে পড়লে আবারও কি তওবা করতে হবে, নাকি ইস্তেগফার করতে হবে?
উত্তর : পূর্ববর্তী কোনো পাপের কথা মনে পড়লে বা অনুতপ্ত হলেই এটি একটি তওবা। এক হাদিস অনুযায়ী, তওবা হলো মূলত অন্তরে সত্যিকার অর্থে অনুতপ্ত হওয়া। কোনো ব্যক্তি অন্তরে যদি আগের পাপের কথা ভেবে ব্যথিত হন, তাহলে তিনি বেশি বেশি ইস্তেগফার করবেন। এ সময় মন নরম থাকে। এ অবস্থায় আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন এবং দোয়া করবেন। এ সময়ের ইস্তেগফার কবুল হয়। যদি এসব করলে আপনার তওবা কবুল হবে। এ জন্য অনুশোচনা এলেই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বেশি বেশি ইস্তেগফার করবেন।