আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
🌹—–দুনিয়াতে আমরা এসেছি পরিক্ষা দিতে এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা,,,,,,🌹
-হিন্দি সিরিয়াল,,, মিউজিক,, ভিডিও গেম,, রং বেরংঙের পানীয়,, হাজারো বিনোদন সব সময় চেষ্টা করে বাস্তবতা ভুলিয়ে দিতে,,,
আমরা নিজেদেরকে প্রতিদিন নানা ধরনের বিনোধনে মধ্যে অবদ্ধ করে রাখে জীবনের কষ্ট ভুলে থাকার চেষ্টা করি,,,
আমরা যতই বিনোদনে গা ভাসাই, ততই বিনোদনের প্রতি অসক্ত হয়ে যায়,,,,, যতক্ষন বিনোদনে ডুবে থাকি,,,, ততক্ষন জীবনটা আনন্দময় মনে হয়,,,,
তারপর বিনোদন শেষ হয়ে গেলেই আবসাদ,,,বিরক্তি,, এক ঘেয়ামি ঘিরে ধরে,,
ধীরে ধীরে একসময় জীবনের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠি,,
” কেন আমার নাই??কিন্তু ওর আছে!!!
” কেন আমার বেলাই এই রকম হয়??? অন্যের কেন এরকম হয়না!!!
এই সব অসুস্থ পশ্ন করে আমরা আমাদের মানসিক অশান্তির জ্বালানী যোগায়,,,,,
অথচ আমরা ভুলে যায় যে এই দুনিয়াটা শুধু পরিক্ষার হল,,,, দুই দিন পর ভোগ বিলাসিতা ছেড়ে চলে যেতে হবে,,,,,,
—- আমি অব্যশই তোমাদের কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই,,,, মাঝের মধ্যে বিপদ,,ক্ষুধা,, কষ্ট দিয়ে,, ধন – সম্পদ,, পন্য,,, ফল – ফসল,,, হারানোর মধ্যে দিয়ে ,,
যারা কষ্টের মধ্যেই ধৈর্য – নিষ্টার সাথে চেষ্টা করে,,, তাদের সুখবর দাও,,
( আল – বাক্বারাহ… ১৫৫)
এখনও সময় আছে দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে,, সঠিক পথে চলুন,, পাচ ওয়াক্ত নামাজ পড়ুন
অতিতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান,,,,
—-আমি তওবা কারিদের ভালোবাসি,,,,,
((সুরা বাকারা….২২২))
আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার,, এবং সঠিক ইসলামের পথে চলার তাওফিক দান করুন,,,,,
আমিন ইয়া রাব্বে কারিম
🤲🤲🤲🤲🤲🤲🤲