
হতাশ হবেন না আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন
হতাশ হবেন নাঃ-
১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথেপ্রতারণা করবে, ভেঙ্গে পড়বেন না ।
মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপনভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন ।
২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়েদাঁড়াবেন, ভেঙ্গে পড়বেন না ।
মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজপিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ।
৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসারআর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশারশেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙ্গেপড়বেন না।
মনে রাখবেন, হজরত ইউনুস আ: মাছের পেটেরঅন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন ।
৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করাহবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গেপড়বেন না, এসবে কান দিবেন না ।
মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (রা:)এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল ।
৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায়কতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না ।মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:)...