
মহিলাদের জন্য কতিপয় জরুরি উপদেশ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মহিলাদের জন্য কতিপয় জরুরী উপদেশ
১। পুরাতন কোন বিষয়ে খোঁটা দেয়া বড়ই অন্যায়। মহিলাদের এ অভ্যাস খুব বেশি। তারা যে সব বেদনাদায়ক এবং মনঃকষ্টকর ঘটনা ও ঝগড়া-কলহের আপোস-মীমাংসা হয়ে গেছে, অনুরূপ নতুন কোন ঘটনা উপস্থিত হলে তারা সে পুরান কাহিনী নিয়ে খোঁটা দিয়ে দ্বন্দ্ব -কলহ বাড়িয়ে দেয়। এতে তারা গুনাহগার তো হয়ই, তদুপরি পুরান দুঃখজনক ঘটনার কথা স্মরণে এলে অন্তর পুনরায় ভারাক্রান্ত হয়ে যায়।
২। শশুর বাড়ীর দোষত্রুটি পিত্রালয়ে বর্ণনা করা ঠিক নয়। তদ্রুপ পিত্রালয়ের প্রশংসা স্বামীর বাড়ী গিয়ে বেশি বেশি প্রচার করতে নেই।
৩। অযথা বেশি কথা বলার অভ্যাস করবে না।
৪। যে সকল রমণী অন্য বাড়ীর কথা নিয়ে এসে তোমার ঘরে আসর জমিয়ে বসে, তুমি তাদের কথায় কখনো যোগ দিবে না।
৫। যে সব মেয়েরা তোমার নিকট পড়তে আসে তাদের দ্বারা নিজ গৃহের কোন কাজ করা...